“আমি মনে করি, নতুন বাংলাদেশে আমি সুবিচার পাবো”
আব্দুস সালাম। বাংলাদেশের গণমাধ্যমের প্রথম দিকের অন্যতম নাম। তার হাত ধরেই এদেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের যাত্রা শুরু হয়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
একুশে টেলিভিশন সত্যের পক্ষ নেওয়ায় স্বৈরাচার হাসিনা সরকার আব্দুস সালামকে কারাগারে নিক্ষেপ করে। হাসিনার সুবিধাভোগী ব্যবসায়ী এস আলম তৎকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সহযোগিতায় দখল করে নেয় একুশে টেলিভিশন।৫ আগস্ট পট পরিবর্তনের পর দখলদার এস আলমের রাহুমুক্ত হয় একুশে টেলিভিশন। আব্দুস সালামের নেতৃত্বে বর্তমানে একুশে টেলিভিশন আবার দেশের এক নাম্বার গণমাধ্যম হওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছে।
সম্প্রতি একুশে টেলিভিশনে বসে আব্দুস সালামের জেল জীবন, হয়রানিমূলক মিথ্যা মামলা ও একুশে টেলিভিশনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা হয়। সাক্ষাৎকার নিয়েছেন দ্য রিপোর্টের স্টাফ রিপোর্টার মাহি হাসান।
আপনাকে আটক করা হয় কোন পটভূমিতে?
আমি জেলে ঢুকলাম ১৫ জানুয়ারি আর বের হলাম ২০১৭ সালের জুন মাসে। আমরা চাই, হাসিনা এবং তার দোষরদের কাঠগড়ায় বিচার হবে, ফাঁসি হবে। যেভাবে তারা করে গেছে সেইভাবেই তাদেরকে বিচার করতে হবে। সেটা শুধু শেখ হাসিনা নয়, নেতা-কর্মী যারাই আছে তাদেরকে ঢুকাতে হবে। তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে গেছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে।
যে লোকগুলোকে পুলিশ হত্যা করেছে এর হুকুমদাতা কে? মীর কাশেম আলীর বিচার তো ফেক, সাক্ষী একজনকে ধরে এনছিলেন কিন্তু সে পালিয়ে যায়। বিচারটা তো সেরকমভাবে হয়নাই। আর এখন তো আমাদের কাছে সব তথ্য-প্রমাণ-ছবি সবকিছুই আছে। এখানে কোনো মাফ নাই।
আমি মাথানত করা লোক নই, ভেরি স্ট্রেইট। আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি কোনো দল করিনা। শেখ হাসিনার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু ২০১৪ সালে নির্বাচনে রিগিং করা হয়েছিল, সেটা ইটিভিতে দেখানো হয়। এসব কারণ এবং আর জনগণের কথা নিয়ে যখন প্রোগ্রাম করা শুরু করলাম তখন থেকে চক্ষুশূল হলাম।
এক সময় ডিজিএফআইকে আচ্ছা মতো দিয়েছিলাম সেই ভয়ে আমাকে আর ফোন করে না তারা। তখন চক্রান্ত করে আমাকে আটকানো হলো।
দীর্ঘ ৫ বছর সংগ্রাম করে আমরা অন-এয়ারে আসলাম ২০০৭ সালে। তার আগে ২০০২ সালে ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটার ইতিহাস মানুষ জানে। আমি নিজে মিছিল-মিটিং, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কোর্টের মাধ্যমে আবার একুশে টেলিভিশনকে পুনঃপ্রচারের ব্যবস্থা করলাম। এই পাঁচটা বছর নিজের টাকা দিয়ে কর্মীদের বেতন, বাড়িভাড়া দেওয়া এবং ইউটিলিটি সমস্ত কিছুর ব্যয় বহন করি।
আগে ছিলাম টেরিস্ট্রিয়াল, সেটা আর দিলোনা। স্যাটেলাইটের মাধ্যমে শুরু করলাম। তারপর ২০০৭ সালে ১/১১ হলো। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আমরা বেশ ভালো করছিলাম, ইটিভির সেই জনপ্রিয়তা আবার ফিরে আসলো। নতুন নতুন প্রোগ্রাম এবং বিভিন্ন আইডিয়া নিয়ে মুক্ত গণমাধ্যম শুরু করলাম।
আপনার তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক থাকার পরেও কেন রোষানলে পড়তে হলো?
২০১৪ সালের নির্বাচনে একতরফাভাবে ১৫৪ জনকে বিনাপ্রতিন্দ্বিতায় নির্বাচিত করা এবং ভোটে কারসাজির চিত্র নিয়ে আমরা ব্যাপক প্রচার করতে থাকি। সেই সঙ্গে স্টাবলিশ করি যে এটা আসলেই নির্বাচন হয়নি। তখন থেকেই চোখে পড়ে একুশে টেলিভিশন। আমি ব্যক্তিগতভাবে এটা মেনে নিতে পারছিলাম না যে আওয়ামী লীগের মতো একটা দল তারা এইভাবে রিগিং করে ইলেকশন করবে। মানুষ ভোট দিতে পারেনি ব্যাপারটি আমি মেনে নিতে পারছিলাম না।সেটা আমাদের গণমাধ্যমে ব্যাপক আকারে প্রচারিত হয়। যার ফলে আমি উনার নজরে পড়ে গেলাম।
২০১৪ সালে নির্বাচনের পর ইটিভির উপর বিভিন্নভাবে চাপ আসা শুরু হলো। ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন বাহিনী থেকে ফোন আসতো কিন্তু আমাকে কেউ দমাতে পারেনি। কারণ আমি ডিজিএফআই’র কথা শুনতাম না, তাদের ফোনই ধরতাম না। এসব পাত্তাও দিতাম না।
তখন ওরা চিন্তা করলো, ইটিভি বা আব্দুস সালামকে কিভাবে কন্ট্রোল করা যায়। এইভাবে তারা একটা প্ল্যান করে। এতে জড়িত ছিলেন শেখ হাসিনা নিজেই। এর মধ্যে শেখ হাসিনা আমাকে তার তেজগাঁও কার্যালয়ে ডাকেন। বলেন, সালাম তুমি বেশি বেড়ে গেছো। জনতার কথা প্রোগ্রাম বন্ধ করো। তখন আমি বললাম, কেন জনতার কথা বন্ধ হবে, এটা তো পিপলস পালস। আপনি তো জানতে পারছেন যে মানুষ কি বলে। সেখান থেকে আপনার কিছু নেওয়ার আছে। তখন তিনি বললেন, ওসব আমরা বুঝি। তোমরা এবং কনক সরওয়ার মিলে এসব নাটক সাজাও, আমার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। এ নিয়ে আমার সঙ্গে তর্ক হয়। এটা উনি বন্ধ করতে বলেন কিন্তু আমি ওটা বন্ধ করিনি।
২০১৪ সালে ডিজিএফআইয়ের ডিজি মামুন খালেদ, আমার একসময়ের ক্লাসফ্রেন্ড। এই মামুন খালেদ একদিন আমাকে বলে কনক সরওয়ারকে উঠিয়ে নিয়ে যাবে। এক অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে একথা বলে আমাকে বলে। এ নিয়ে ওর সঙ্গে বাকবিতন্ডা হয়।
এরপর হাসিনা আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করতে থাকেন। এটার দায়িত্ব দেন আব্দুস সোবহান গোলাপকে, ওনার বিশেষ সহকারী। গোলাপ, ডিজিএফআইতে তখন ছিল কমান্ডার সোহায়েল এবং এস আলম মিলে একটা প্ল্যান করলো। আমি যখন ২০১৫ সালের ৫ জানুয়ারি তারেক রহমানের ভাষণটা প্রচার করলাম তখন ওরা একটা ইস্যু পেয়ে গেল। ৫ তারিখের রাতে অফিস থেকে যখন বের হচ্ছিলাম তখন চার পাশ থেকে মুখোশপড়া লোক এসে গাড়িতে আমার পাশে এসে বসে। আর ড্রাইভারকে বললো, চালাও। তখন আমি বললাম নো, স্টপ। চালাবেনা, এখানেই থাকো। তখন ড্রাইভারকে বের করে দিয়ে তারা গাড়ি টান দিয়ে নিয়ে গেল ডিবি অফিসে। তখন ক্যামেরায় ফুটেজ ধারণ করা হয়। সেই ফুটেজ ৬ তারিখ সকাল থেকে প্রচার করা হয়।
ওদের প্ল্যান ছিল আমাকে গুম করার। আমাকে ৫ তারিখ রাতে নিয়ে গেল কিন্তু ডিবি স্বীকার করছিলনা। ইটিভির রিপোর্টাররা ডিবি অফিসে গেলে আমাকে আনার কথা অস্বীকার করলো তারা। কিন্তু তখনও আমার গাড়ী ডিবি অফিসের ভেতরে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়।
কি কি মামলা দেওয়া হয়েছিল আপনার বিরুদ্ধে?
রাষ্ট্রদ্রোহসহ একের পর এক মামলা দেওয়া হলো। মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন, নারী নির্যাতনসহ ৭টি মামলা দেওয়া হলো। আমি তো জেলে, জীবনের প্রথম জেল। আমি তো জেলের কোনো সিস্টেমই জানি না। জীবনের অধিকাংশ সময় জার্মানিতে কাটিয়েছি। স্টুডেন্ট বয়সে চলে যাই জার্মানিতে, সেখানে একটানা ৩০ বছর। জার্মানি থেকে টাকা-পয়সা এনে ১৯৯৬-৯৭ সালে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করি। সমস্ত টাকা বাইরে থেকে আনা।
এই মামলাগুলোতে একের পর এক আমার বেলের জন্য ট্রাই করা হয়। তারেক রহমানের সঙ্গে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি দিল সেই মামলায় তারেক রহমান এক নম্বর আসামি, আমি দুই নম্বর। অন্যান্য মামলায় বেল পেতে আমার ৬ মাস থেকে ১ বছর লাগলো। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় ১১ বার হাইকোর্ট থেকে রিজেক্ট করা হয়, আমাকে বেল দেওয়া হয়নি। এইভাবে দীর্ঘ আড়াই বছর কেটে গেল, আমার বেলই হয়না।
আওয়ামী লীগ সরকারের আমলে রিমান্ড মানেই ভয়ানক নির্যাতন। আপনার রিমান্ডের অভিজ্ঞতা কেমন ছিল?
আমি যখন ডিবি অফিসে তখন ওরা প্রস্তুতি নিলো যে, গাড়িতে করে আমাকে নিয়ে কোথাও যাবে। ঘটনাটি ৬ তারিখের, বাইরে তখন ইটিভিসহ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টাররা। এর মধ্যে ডিবির একজন জানান সালাম সাহেব ভেতরে আছেন। তখন সাংবাদিকদের চাপে ওরা স্বীকার করতে বাধ্য হয় যে, হ্যাঁ, আমরা তাকে নিয়েছি। তাদের উদ্দেশ্য ছিল আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। বিষয়টি পরে তারা স্বীকার করে।
দেশ কিংবা বিদেশেও আমার নামে কোনো জিডি বা এফআইআর হয়নি। জীবনে এই প্রথম আদালতে নিয়ে যায়, রিমান্ডে নেওয়ার জন্য। যেহেতু বিষয়টি প্রকাশ পেয়ে গেছে। তখন রিপোর্টার ইলিয়াসের এক রিপোর্টে ইলিয়াসের বিরুদ্ধে এক মহিলা একটি মামলা করে, ওই মামলায় আমাকে অ্যারেস্ট দেখানো হলো। পর্ণগ্রাফিসহ বিভিন্ন কারণ দেখিয়ে, এটাই আমার বিরুদ্ধে প্রথম মামলা। পরে ওই মহিলা স্বীকার করে যে, ডিবি তাকে বাধ্য করে আমার নামে দেওয়ার জন্য। তিনি আমার কাছে দুঃখপ্রকাশ করেন এবং বলেন, আমার কোনো উপায় ছিল না, তারা আমার ক্ষতি করতো।
তারপর কোর্ট থেকে আমাকে ৭ দিনের রিমান্ডে নিলো। রিমান্ডে মানসিকসহ বিভিন্নভাবে নির্যাতন করা হলো। ওখানে খুবই কষ্ট দিয়েছে। রিমান্ডে জোর করে আমার কাছ থেকে ‘ওয়ান সিক্সটি ফোর’ নেয়। এরপর আমাকে জেলে পাঠায়।
ইটিভি দখলে নিতে এস আলম দুদককে ব্যবহার করেছিল কি?
দুদকের মামলায় আমাকে রিমান্ডে নেওয়া হলো। এই মামলার আইও হচ্ছে সামসুল আলম, সে এস আলমের পেইড লোক। দুদকের এই উপপরিচালক অবৈধ সম্পদের মামলা দিল আমার বিরুদ্ধে। জেলখানা থেকে আমাকে রিমান্ডে দুদকের অফিসে নিয়ে যায়। বলে, আপনার অবৈধ সম্পদ। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ করদাতা আমি। প্রতিবছর হাইয়েস্ট কর দেই, সমস্ত কাগজপত্র ক্লিন।
আমাকে বলা হলো আপনার অবৈধ সম্পদ আছে, আমি বললাম বাইরে থেকে টাকা এনে দেশে বিনিয়োগ করেছি। আমি তো কোনো সরকারি ব্যবসা করিনাই। আমার কোনো অবৈধ সম্পদ নেই, সবকিছুর কাগজপত্র ফাইলে আছে। এ নিয়ে তার সঙ্গে বিতর্ক হয়। আমি উত্তেজিত হয়ে গেলে আমাকে বলে, সালাম সাহেব আপনি বুঝতে পারছেননা আমরা কেন এই মামলা দিয়েছি। আমি বললাম না, কেন দিয়েছেন বলেন। বলে, এস আলম আপনার ইটিভির শেয়ারগুলো চাচ্ছে। ওগুলো লিখে দেন, আপনার কোনো কিছু ঝামেলা থাকবেনা। আপনি জেল থেকে বের হয়ে যাবেন।
রিমান্ডে নিয়ে দুদকের লোক এই প্রস্তাব দেয় আমাকে। আরেকবার ডিজিএফআই এসে শেয়ারগুলো দিতে বলে। ইটিভির বেশিরভাগ শেয়ারের মালিক আমি। জেলখানায় এসে দেখা করে ডিজিএফআই বলে শেয়ার দিতে। কাগজপত্র নিয়ে এসেছে, বলে সাইন করেন। আমি বললাম, নো সাইন।
আমাকে জেলখানায় এতোদিন রাখার উদ্দেশ্য হচ্ছে, আমার নামে কোম্পানির যে শেয়ার আছে সেই শেয়ার পুরোটা যাতে এস আলমকে লিখে দেই। কেননা, তখন তো ওদের কোনো শেয়ার নাই। আমাকে যখন ১৫ সালে জেলে নেয় তখন তো এস আলম এই কোম্পানির মধ্যে ছিলনা। না ছিল জয়েন্ট স্টকে, না ছিল বোর্ডে। এ আসলো কীভাবে?
২০১৫ সালের ৫ জানুয়ারি আমাকে জেলে পাঠিয়ে এর মধ্যে মেকানিজম করে তারা ওই বছরের ২৫ নভেম্বর ইটিভি দখল করে ডিজিএফআই দিয়ে। এই সময়ের মধ্যে দুই নাম্বারি করে কাগজপত্র বানিয়েছে, নতুনভাবে শেয়ার ইস্যু করে। বোর্ডে আমার ভাই ছিল, তাকে কচুক্ষেতে নিয়ে গিয়েছিল ডিজিএফআই। তার মাথায় পিস্তল ধরেছিল সোহায়েল, সাথে ছিল তখন কর্নেল রাশেদুল আলম। সে এখন ব্রিগেডিয়ার, বর্তমানে চাকরিতে আছে। সেগুনবাগিচায় সেনাবাহিনীর পেনশন অফিসে ডাইরেক্টর হিসেবে আছে রাশেদুল আলম।
আমার ভাই এবং পবনকে নিয়েও আটকে রেখেছিল। তাদের কাছ থেকে সই নিয়ে যায়। এদের কাছ থেকে সই করালে কি হবে আমি তো চেয়ারম্যান এবং সিইও। আমি তো জেলে সুতরাং আমাকে ছাড়া এরা তো বোর্ড মিটিং ডাকতেই পারেনা।
নতুন শেয়ার ইস্যু করে, ব্যাংকে কিছু লোন ছিল তাদের সঙ্গে দু’নম্বরী করে প্রচার করে তারা নিলামে কিনে নিয়েছেন। সিগনেচার নকল করে কাগজপত্র জমা দেয়। আগে ব্যাংক থেকে ৪০ কোটি টাকা লোন নেওয়া হয়েছিল, এর বিপরীতে আমরা ৪৫ কোটি টাকা দিয়েছি। সব মিলিয়ে পেতো আর মাত্র ৩ থেকে ৪ কোটি টাকা। এ নিয়ে তারা মামলা করে, ওই মামলায় আমার উকিলকে উঠিয়ে নিয়ে যায় ডিজিএফআই। থ্রেট দিয়ে বলে, মামলায় ইন্টারফেয়ার করা যাবে না।
একতরফাভাবে ওই অর্থ ঋণের মামলায় ব্যাংকের পক্ষে কারসাজি করে শেয়ার নেয়। সেটা মাত্র ৭ শতাংশ। পুরো প্রক্রিয়াটি তারা করে অবৈধভাবে। জয়েন্ট স্টকে ডিজিএফআই দিয়ে থ্রেট দিয়ে একসেপ্ট করানো হয়েছে। পরে বোর্ড চেঞ্জ করা হয়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আপনার প্রত্যাশা কি?
আমি মনে করি, এই যে দ্বিতীয় স্বাধীনতা, মুক্ত বাংলাদেশ, বৈষম্যবিহীন এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং যে স্বপ্ন সকল বাঙালি দেখে যে মুক্তভাবে আমরা শ্বাস-প্রশ্বাস নিতে পারবো, বৈষম্যহীনভাবে নাগরিক অধিকারগুলো পাবো, সুবিচার পাবো।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার উপর যে অত্যাচার হয়েছে, আড়াই বছর জেল খাটলাম এবং আমার প্রতিষ্ঠান দখল করে নেয়া হলো তার বিচার পাবো।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় করণীয় কি বলে আপনি মনে করেন?
স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম রক্ষা করার জন্য সাহসিকতার সাথে সর্বদা ফাইট করতে হবে। এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বর্তমান সরকারও মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। আমি মনে করি, কোনো এক সময় আবার চাপ আসতে পারে, যেটা আমরা দেখেছি। কিন্তু তাকে প্রতিহত করার মনমানসিকতা থাকতে হবে। গত ১৫ বছর মিডিয়া হাউজ, বড় বড় সম্পাদকদের তোষামোদি হয়েছে এগুলোর যদি আবার প্রাকটিস শুরু করে এবং নিজেকে যদি বিকিয়ে দেয় নিজের স্বার্থে তাহলে তো স্বাধীনতা থাকবেনা। এটাকে রক্ষা করার আপনার সেই মেরুদণ্ড থাকতে হবে।
মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ। স্বৈরশাসক ১৫ বছর এই ভাবে অন্যায়, জুলুম, নির্যাতন করে টিকে থাকতে পারতো না যদি কিনা এই গণমাধ্যম চতুর্থ স্তম্ভ সক্রিয়ভাবে তাদের সঠিকভাবে ভূমিকা পালন করতো। আমাকে কেন হিট করলো হাসিনা, সে দেখেছে সারা মিডিয়ায় আব্দুস সালাম আছে যে ত্যাড়া, যার মেরুদণ্ড আছে, তাকে নতিস্বীকার করা যাবে না। সো, আমাকে সরাতে হবে। আমাকে সরিয়ে সে অন্যদেরকে বুঝিয়ে দিলো যে, তোমাদের অবস্থা কিন্তু এই হবে। ভয় ধরিয়ে দিলো। একটা স্বৈরশাসক অন্যায় এবং জুলুম এগুলো কন্টিনিউ করতে যারা মিডিয়ায় আছে তাদেরকে লোভ-লালসা, প্লট-টাকা দিয়ে কিনে ফেললো। শ্যামল দত্ত বা মোজাম্মেল বাবু যারাই প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তোষামোদি করতো তারাই এই বিপ্লবে যে মানুষগুলো খুন-গুম হয়েছে এরজন্য দায়ী। অবশ্যই এদের প্রত্যেককে বিচার করা উচিত। খুনের মদদদাতা হিসেবে তাদেরকে আসামি করা উচিত বলে আমি মনে করি। তারা সাংবাদিক-সম্পাদক হিসেবে যে অবৈধ সম্পদ অর্জন করেছে তা বাজেয়াপ্ত করা উচিত। সেই সম্পদ বাজেয়াপ্তের পর সেগুলো বিক্রি করে সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা উচিত।
একুশে টেলিভিশন নিয়ে আপনার পরিকল্পনা কি?
দেখেন, ৫ আগস্ট একদিকে গণভবন দখল হচ্ছে আরেকদিকে ইটিভির কর্মচারীরা আমাকে নিয়ে এসে আমার চেয়ারে বসে দিয়েছে। তা না হলে এখানে ক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে দিতো। আমাকে দেখে সবাই উল্লাস প্রকাশ করলো, আর বললো আসল মালিক চলে এসেছে। সংবর্ধনা দিয়ে স্বসম্মানে আমাকে এখানে বসানো হয়েছে। এটাই হচ্ছে আল্লাহর খেলা।
আমি মনে করি, নতুন বাংলাদেশে আমি সুবিচার পাবো। আমার উপর যে অন্যায় করা হয়েছে, যারা করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমার যে ক্ষতিসাধন করেছে, আড়াই বছর জেল খাটলাম, ১০ বছর আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান থেকে দূরে রাখা হলো- এটা অনেক কষ্টের। এরা যদি প্রতিষ্ঠানটি সাকসেসফুললি চালাতো, তাহলে একটা কথা ছিল। শুধু দখল করলে হয় না, চালাতেও জানতে হয়। ইটিভি কেউ দেখতো না, এটা একটা দালাল টিভি হয়ে গিয়েছিল। বিটিভি থেকেও খারাপ।
আমি এক মাস হলো ফিরেছি, এরই মধ্যে ইটিভির সবকিছু পরিবর্তন হয়ে গেছে। মানুষ আবার দেখা শুরু করেছে, আমাদের টিআরপি বাড়ছে। মানুষের অনেক আগ্রহ একুশে টেলিভিশনের প্রতি, ইটিভি আবার লিডিং পজিশনে চলে যাবে। মুক্ত গণমাধ্যম এবং বাকস্বাধীনতার সকল প্রতিফলন এই একুশে টিভিতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
(দ্য রিপোর্ট/মাহা/ষোল সেপ্টেম্বর / দুইহাজার চব্বিশ
পাঠকের মতামত:
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা
- বিদেশি বিনিয়োগ বাড়াতে ‘হিটম্যাপ’ প্রকাশ করল বিডা
- পালমাসকে উড়িয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ
- বেস্ট হোল্ডিংসের ক্রেডিট রেটিং নির্ণয়
- বিজয়ের সেঞ্চুরি ম্লান করে হাসানের দারুণ বোলিংয়ে খুলনার জয়
- ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ
- মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা
- ঢাবিতে আবার ‘কোটা না মেধা’ স্লোগান, বিক্ষোভ
- চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
- শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠন, পদ পেলেন যারা
- পুরোনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে: মাহফুজ আলম
- ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
- পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা
- রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কাজী নজরুলের নাতি বাবুল লাইফ সাপোর্টে
- নতুন বাজারে ৬৩৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি
- বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে
- মঙ্গলবার থেকে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু যুক্তরাষ্ট্রে
- ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
- "যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে"
- শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: শফিকুল আলম
- ফ্যাসিস্ট যেন সংসদে ফিরে আসতে না পারে: বদিউল আলম
- ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, ফখরুলের অঙ্গীকার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করলো বিএসএফ
- "ব্যাংক খাত পেলেও পুঁজিবাজার পায়নি সংস্কার সহায়তা"
- যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- এআইবি পিএলসির উদ্যোগে কম্বল বিতরণ
- ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের শুরু
- ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সমাপ্ত
- অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল
- যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
- "দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে"
- "পয়লা বৈশাখে স্থানীয় নামসহ নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ"
- ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা
- শাপলা চত্বরে হেফাজত দমন: হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন
- আমদানি করায় কমছে চালের দাম
- "রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ"
- কমতে পারে দিনের তাপমাত্রা, অপরিবর্তিত থাকবে রাতের
- বেশি খেলা হয়ে যাচ্ছে? বিশ্রাম নিয়ে যা ভাবছেন নাহিদ রানা
- রোহিত-কোহলিদের পাকিস্তানি আতিথেয়তার লোভ দেখালেন ফখর
- দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
- ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেসসচিব শফিকুল আলম
- ‘ঝুঁকিপূর্ণ’ মান নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে
- এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
- আগের দামেই পেঁয়াজ, কমেছে সবজির
- অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদিন
- ৩ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- নটিংহ্যামের বিপক্ষে লিভারপুলের ড্র
- আইসিসির ডিসেম্বর মাসের সেরা বুমরাহ
- গাজায় যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে, কয়েক ঘণ্টার মধ্যে হতে পারে চুক্তি
- সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
- গভীররাতে সেন্টমার্টিনে আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই
- পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
- ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
- ‘কামব্যাক’ করে সাকিবের লড়াই করার সামর্থ্য ভালোই আছে
- দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত
- অনলাইন পদ্ধতির উন্নয়নে সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ
- লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরো ভয়ংকর হতে পারে দাবানল
- বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্পমালিকরা
- টিউলিপকে এবার দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি দুর্নীতিবিরোধী জোটের
- মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ
- কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা
- সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি
- অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার
- ‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল ইসলামী ব্যাংক
- প্রধান উপদেষ্ঠার প্রেস সচিবের সাথে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়
- দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
- গভীররাতে সেন্টমার্টিনে আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই
- সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
- বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্পমালিকরা
- বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শাপলা চত্বরে হেফাজত দমন: হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন
- সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
- দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত
- মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ
- অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার
- অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল
- কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা
- "রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ"
- লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরো ভয়ংকর হতে পারে দাবানল
- অনলাইন পদ্ধতির উন্নয়নে সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ
- পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি
- গাজায় যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে, কয়েক ঘণ্টার মধ্যে হতে পারে চুক্তি
- আগের দামেই পেঁয়াজ, কমেছে সবজির
- ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
- ‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল ইসলামী ব্যাংক
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
- ৩ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর
- ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ
- পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা
- রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা