thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রাঙ্গুনিয়ায় বিএনপিতে যোগ দিলেন শতাধিক আ.লীগ নেতাকর্মী

২০১৪ এপ্রিল ০৬ ১৩:৫৭:৩৮
রাঙ্গুনিয়ায় বিএনপিতে যোগ দিলেন শতাধিক আ.লীগ নেতাকর্মী

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ শামীম হোসেন চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী। শামীম হোসেন সম্প্রতি উপজেলা নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

রবিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

শামীম হোসেন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন।

এ সময় অন্যদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী নূর, উত্তর জেলা বিএনপির অর্থ সম্পাদক সালামত আলী, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নূর আলম নুরুন্নবী, জেলা বিএনপির নেতা হাজী ইলিয়াস, নেজাম চৌধুরী, মুজিবুল হক, ছাত্রদল নেতা আলী হায়দার টিটু, মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/এএইচ/এপ্রিল ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর