thereport24.com
ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১,  ৯ রবিউস সানি 1446

অনুশীলনে নেমে পড়লো বাংলাদেশ

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৫:১৪:০২
অনুশীলনে নেমে পড়লো বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রোববার দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যায় বাংলাদেশ দল। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর)ভেন্যু চেন্নাইর এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করে শান্ত-মিরাজ-লিটনরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ভারতকেও হারিয়ে দেওয়ার মিশন তাদের সামনে।

চীপকে অনুশীলনের একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফদের বল ছুড়তে দেখা যায় জয়, সাদমান, জাকিরদের। উইকেটের পেছনে ছিলেন লিটন। স্পিন ও পেস বোলারদের মধ্যেমেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ওখালেদ আহমেদকেদেখা যায় বোলিং অনুশীলন করতে।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

দুটি টেস্টই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের অংশ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এখানে জয় পেলে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটবে বাংলাদেশের। বর্তমানে ৪৫.৮৩ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। অন্যদিকে ৬৮.৫২ শতাংশ জয়ের হার নিয়ে ভারত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর