thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

২০২৪ সেপ্টেম্বর ২২ ১১:২৩:৩৪
জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে পিটিয়ে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। এর আগে সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও পরে তিনিসহ আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। তিনি মামলার ৩ নম্বর আসামি।

পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে আসামিরা গা ঢাকা দেয়। পুলিশও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ বাংলানিউজকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত একজন আসামিকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় সাবেক শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখানেও কয়েক দফা শামীমকে মারধর করা হয়। রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করলে শামীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত শামীম আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি জাবির ইতিহাস বিভাগের ৩৯তম আবর্তনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর