thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

মিন্টুর মুক্তির দাবি জানিয়েছে এফবিসিসিআই সভাপতি

২০১৩ নভেম্বর ১৩ ১৬:৫৫:৩৫
মিন্টুর মুক্তির দাবি জানিয়েছে এফবিসিসিআই সভাপতি

দিরিপোর্ট প্রতিবেদক : ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর মুক্তি চেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকারম উদ্দিন আহমদ। মঙ্গলবার এফবিসিসিআই’র এক জরুরী বোর্ড সভায় তিনি এ দাবি জানান।

আকারম উদ্দিন আহমদ বলেন, বিনা ওয়ারেন্টে এফবিসিসিআই’র দুইবারের নির্বাচিত সাবেক সভাপতিকে গ্রেফতার করায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বর্তমান রাজনৈতিক সংঙ্কট নিরসনে দুইদলের মধ্যে সমঝোতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন মিন্টু। হঠাৎ করে তাকে গ্রেফতার করায় ব্যবসায়ীদের পক্ষ থেকে গভীর নিন্দাও জানান তিনি।

দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে হরতাল প্রত্যাহার করার জন্য প্রধান বিরোধী দলকে আহবান জানান এফবিসিসিআই’র সভাপতি। এজন্য হানাহানি ও সহিংসতার পথ পরিহার করে প্রধান দুই রাজনৈতিক দলকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সঙ্কটের অবসান ঘটানোর আহবানও জানান তিনি।

আবদুল আউয়াল মিন্টুকে মুক্তি দেওয়া না হলে ব্যবসায়িদের পক্ষ থেকে পরবর্তীতে মানববন্ধনের মতো কর্মসূচি পালন করা হবে বোর্ড সভা সূত্রে জানা গেছে।

বোর্ড সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক দিরিপোর্টকে জানান, আবদুল আউয়াল মিন্টুকে আগামী রবিবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

(দিরিপোর্ট/এআই/এমএইচও/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর