thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

"আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি, ওরা আমাদের দেশের"

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৬:১২:৩৮

দ্য রিপোর্ট প্রতিবেদক:ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে, ওরা আমাদের দেশের পুলিশ। পুলিশের বন্দুক কীভাবে সিভিল পোশাকের মানুষের হাতে গেলো? ৭.৬২ রাইফেল তারা কোথায় পেলো— এমন প্রশ্ন তুলেছেন নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে তিনি এ প্রশ্ন তুলেন।

আন্দোলনে ৭.৬২ রাইফেলের ব্যবহার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীনও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে তিনি বললেন, এসব বিষয়ে তদন্ত হওয়ার কথা আগেও বলেছি। এখন সে দায়িত্বে না থাকলেও আমি যথাসম্ভব চেষ্টা করবো।

পুলিশে সংস্কারের বিষয়ে তিনি বলেন, অবশ্যই সংস্কার প্রয়োজন। তারা নিজেরাও সেটা চাচ্ছে৷ এজন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয়, তবে সংস্কার করতেই হবে৷

এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নাৎসিদের মতো জঘন্য কাজ করেছে। এত কম সময়ে এত মানুষ কোথাও মরেনি। এজন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে। প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করতে হবে।

গণঅভ্যুত্থানে হতাহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা। আরও জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে ‘জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর