thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,  ৫ জমাদিউল আউয়াল 1446

এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা: উপদেষ্টা শারমিন

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৬:০১:৫২
এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা: উপদেষ্টা শারমিন

দ্য রিপোর্ট প্রতিবেদক:মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা। এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়। তাদের বের করার দায়িত্ব আমাদের।’

আজ রবিবার দুপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সে সময়ে আর কখনও ফিরে যাব না।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি। তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়।’ তিনি আরও বলেন, ‘চব্বিশের আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল। একাত্তরের পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি। এবার করব।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর