thereport24.com
ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৯ জমাদিউস সানি 1446

সার-গ্যাসের সংকট হবে না: অর্থ উপদেষ্টা

২০২৪ অক্টোবর ০২ ১৪:১১:৩৯
সার-গ্যাসের সংকট হবে না: অর্থ উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে সার ও গ্যাসের সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষেসরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে সারের সংকট হবে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এরও সমস্যা হবে না। আমরা সে দিকে নজর রেখেছি।

উল্লেখ্য,দেশের জ্বালানি চাহিদা পূরণেস্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি এবং সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানিসহ মোট ৬টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৯৬৩ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৯৬০ টাকা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর