thereport24.com
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,  ২৯ রবিউস সানি 1446

যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব  

২০২৪ অক্টোবর ০২ ১৪:১৬:৩৩
যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব
 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ? এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে উঠেছে এখন। কানপুর টেস্টের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।

তবে শঙ্কাটা জেগেছে অন্য জায়গায়, তিনি দেশে ফিরলে নিরাপত্তা পাবেন কি না তা নিয়েই যত সংশয়। এদোটানার মধ্যেই সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কি না সেটি এখন বড় প্রশ্ন।

মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়।

তবে এবার তিনি আদৌ ফিরবেন কি না, এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সবমিলিয়ে অনেকে কানপুরেই সাকিবের শেষ দেখছেন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর