thereport24.com
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৯ রবিউস সানি 1446

বাদ পড়ল চার কাউন্সিলর

২০২৪ অক্টোবর ০৩ ১৩:০৪:১০
বাদ পড়ল চার কাউন্সিলর

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

গতকাল সভা করে চার কাউন্সিলরকে বাদ দিয়েছে ফুটবল ফেডারেশন।

বাফুফে ভবনে সকাল থেকে ‍শুরু হয় কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের শুনানি। রাতে বাফুফের গঠিত কমিশন তাদের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায়। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর চারটি ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করা হয়েছে।

বাফুফে কাউন্সিলর অভিযোগ নিরসন সংক্রান্ত কমিটির আহ্বায়ক হন বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা ড. মোহম্মদ জাকারিয়া। তার সঙ্গে ছিলেন আরো দুই জন নির্বাচন কমিশনের কর্মকর্তা। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা লালমনিহারহাট, গোপালগঞ্জ, ফেনী, শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করেছে। তাতে আসন্ন নির্বাচনে ভোটিং কাউন্সিলর সংখ্যা দাঁড়ালো ১৩৩ এ।

আগামীকাল বাফুফে নির্বাহী সভায় ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, ‘আজ অভিযোগ নিরসনে চারটি বাদ পড়েছে। বাফুফে সচিবালয়ের পক্ষে আমি সভায় ১৩৩টি কাউন্সিলরশিপ নির্বাহী সভায় উঠাবো। নির্বাহী সভা কাউন্সিলর চূড়ান্ত করবে। ’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর