thereport24.com
ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৯ জমাদিউস সানি 1446

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০২৪ অক্টোবর ০৫ ১১:৪২:১১
বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে পারে সপ্তাহজুড়ে এমনটায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পর কমে আসবে বলেও জানানো হয়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নদীবন্দরগুলোতে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আর শুক্রবার ভোর ৬টা থেকে ৩ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে, ১৩০ মিলিমিটার।

এদিকে শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারা দেশে মৌসুমি বায়ু ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতি ভারি বৃষ্টি না হলেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর