thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

"তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে"

২০২৪ অক্টোবর ০৬ ১৪:১২:০৪

দ্য রিপোর্ট প্রতিবেদক:তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনীতিকরণের অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গতকাল শনিবার ড. ইউনূসের কাছে দাবি জানিয়েছে বিএনপি। আইনজীবী ও আইনঅঙ্গণের মানুষ হিসেবে এই দাবির সাথে আমরা একমত।

তিনি আরও বলেন, বিচার বিভাগ কোনও দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর