thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ০৭ ০৯:৫৭:৪৯
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) রাতে গুলশান থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, নজিবুর রহমান ২০১৫ সালে এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।

নজিবুর রহমান ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রসাশন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর