thereport24.com
ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১,  ১৯ জমাদিউস সানি 1446

আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

২০২৪ অক্টোবর ১৩ ১৩:২৭:৪৮
আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) আবু বকর নামের এক ব্যক্তির করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে।

এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) রাতে বেড়িবাঁধ এলাকার একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুটি বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটানো হয়। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারিও ভাঙচুর করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর