thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সুষ্ঠু নির্বাচনের জন্যই এ সরকারকে বসানো হয়েছে: গয়েশ্বর

২০২৪ অক্টোবর ১৬ ১০:০৮:২২
সুষ্ঠু নির্বাচনের জন্যই এ সরকারকে বসানো হয়েছে: গয়েশ্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক:শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জানা অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালিন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অন্যকিছুর জন্য বসানো হয়নি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাসিনা সরকার কর্তৃক পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার শহীদ নাসির উদ্দিন পিন্টুসহ সকল শহীদের বিচারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বর্তমান সরকারের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন সঠিকভাবে হওয়ার দিকে নজর দেন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের সমস্যা কোথায়? অন্য কেউ ক্ষমতায় এলেও সমস্যা কোথায়? আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত সকল আমলা প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে, আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টি ভঙ্গিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রেতাত্মাদের পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করেন।

তিনি আরো বলেন, জানা অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালিন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অন্যকিছুর জন্য বসানো হয়নি।

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জনগণ আপনাদের সাথে আছে। জনগণ তো আপনাদেরকে সহযোগিতা করছে। কিন্তু জনগণের ন্যায্য পাওনা তাদের ভোটাধিকার কবে দিবেন এটা বলতে আপনাদের দ্বিধা কেন? কি কারণে আপনারা এটা নিয়ে বিব্রত? কি কারণে নির্বাচন কমিশন এখনো বহাল তবিয়তে বসে আছে? কি নির্বাচনী সংস্কার করবেন? কাকে নিয়ে সংস্কার করবেন? কুসংস্কার আচ্ছন্ন যেসব লোক রয়েছে তাদেরকে নিয়ে আপনি সংস্কার করবেন। আর সে সংস্কার কি হবে! সংস্কার করতে হলে আপনাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।

তিনি আরো বলেন, জাতির জন্য নাসির উদ্দিন পিন্টু নিজের জীবন দিয়েছেন। সে অনেক সাহসী ছিল। পরিকল্পিতভাবে পিন্টুকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য পিন্টু জীবন দিয়েছে। বিডিআর হত্যাকান্ড হলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল হচ্ছে শেখ হাসিনা। আমরা পিন্টুর বিচার চাই। আমরা আশা করবো সরকার এর বিচার করবেন এবং যারা হত্যা করেছে তাদের জনসম্মুখে নিয়ে আসবেন।

তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনাকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে, তারা জাতির সাথে ভালো কিছু করেনি। যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের ব্যাপারে জাতি একদিন জানতে চাইবে। কিন্তু, এখন হয়তো আপাতত জাতি কিছু বলছেন না।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নাসির উদ্দিন পিন্টুকে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেরে ফেলা হয়েছে। আমরা পিন্টু হত্যার বিচার চাই। আমরা ন্যায় বিচার চাই। নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ব্যথিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে সবরকমের সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগ নামক দলকে আল্লাহ মৃত্যুর দরজায় নিয়ে গেছে। ক্ষমতার অহংকারে যে হাসিনা ও তার দলবল দেশের মানুষের উপর নির্যাতন, অত্যাচার করছে মাত্র কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর