thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১,  ১৩ রবিউস সানি 1446

দাম কমাতে ভোজ্যতেলে ভ্যাট ছাড়

২০২৪ অক্টোবর ১৭ ১৮:৪০:৫০
দাম কমাতে ভোজ্যতেলে ভ্যাট ছাড়

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাজারে ভোজ্যতেলের দাম কমাতে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক দুটি আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়।

প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।

দ্বিতীয় আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর