thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

যুবদল নেতা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন

২০২৪ অক্টোবর ১৮ ১৮:৪৯:১০
যুবদল নেতা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার (১৮ অক্টোবর) তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। শুনানি শেষে বিচারক আফনান সুমী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস এর বাসা থেকে তৃণমূল বিএনপির এ নেতাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে একদফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশকে ঘিরে নিহত হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর