thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১,  ১০ জমাদিউস সানি 1446

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস

২০২৪ অক্টোবর ২৬ ০৯:১১:৩৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস

দ্য রিপোর্ট প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনোরাজনৈতিক দল হবে না, এটা শতভাগ নিশ্চিত। তবে এই ব্যানারের অধীনে যেসব মানুষ আছেন, তারা যদি অন্য কোনো নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায় সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে।

মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সারজিস আলম বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাব কিনা, সেটা এখনও আলোচনার বিষয়। তবে আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্তহওয়া যাবে না। বিভক্তি হলে আমরা দুর্বল হয়ে পড়ব এবং ফ্যাসিস্টরা পুনরায় জায়গা দখল করে নেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও সকল নেতাকর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন, তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন।

এ সময় ৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মো. সারজিস আলম।

এ সমন্বয়ক বলেন, এসব ভুয়া সমন্বয়কদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।

কীভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফর্মে রাখা যাবে মতবিনিময় সভায় ছাত্রদের সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সারজিস আলম।

সভায় সারজিস আলমের সঙ্গে ঢাকা থেকে আসা কয়েকজন সমন্বয়কসহ মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর