thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

"হটকারী সিদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিতে চায় বিএনপি"

২০২৪ অক্টোবর ২৭ ১৮:৫২:৪৩

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঐতিহ্য, গৌরব আর সংগ্রামের জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো শনিবার। এই উপলক্ষ্যে আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের নেতা-কর্মীদের ঢল নামে। মিছিল-স্লোগানে বিগত পনেরো বছরের সব হত্যা-গুমের বিচারের দাবি করেন তারা। প্রত্যয় জানান- আগামী দিনে নিপীড়িত মানুষের কন্ঠস্বর হবে যুবদল।

বেলা ১১টায় নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হঠকারী পদক্ষেপ নয়, সাংবিধানিক নিয়মে যে কোন সিদ্ধান্ত নেয়ার পক্ষে বিএনপি। অতি দ্রুত নির্বাচন হলে সকল সমস্যাই কেটে যাবে।

এসময় তিনি রাজনৈতিক শক্তির দেশ পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন,রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে বিস্তারিত জানানো হবে। ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশের ফসল ঘরে তুলতে জাতীয় ঐক্য প্রয়োজন।

উল্লেখ্য, রাজনৈতিক ঐক্যমতের জন্য শনিবার বিএনপির সাথে বৈঠকও করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা।এবিষয়ে মির্জা ফখরুল বলেন , সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক শক্তির এই মুহূর্তে দেশ পরিচালনা করা উচিত।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে রক্তদান কর্মসূচীসহ নানা আয়োজন রেখেছে ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর