thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সংস্কার প্রস্তাব নতুন নয়, ছয় বছর আগেই তা খালেদা জিয়া দিয়েছেন: খসরু

২০২৪ অক্টোবর ২৮ ১৮:২৬:০১
সংস্কার প্রস্তাব নতুন নয়, ছয় বছর আগেই তা খালেদা জিয়া দিয়েছেন: খসরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংস্কার ধারনা আসেনি। আগে থেকেই সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জনগণের মালিকানা ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের কাছে বারবার ভোটের জন্য প্রার্থীদের যেতে হবে। তরুণ প্রজন্মসহ সবাই ভোট দিতে চায়। জাতি সেই ঐক্যমতে আছে। তাই সুষ্ঠু নির্বাচনে সে সংস্কার দরকার।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কমিশনগুলোর রিপোর্ট জমা দেয়ার আগে যেসব কথাবার্তা আসছে সেগুলো ব্যক্তি মতামত কিনা বা সরকারের ভাবনা কিনা তা পরিস্কার না। রিপোর্ট জমা দেয়ার পর সেগুলোর বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেবে বিএনপি।

তিনি আরও বলেন, নির্ধারিত এজেন্ডা নিয়ে যদি মনে করেন জাতীয় সমস্যা সমাধানের একমাত্র পথ তা জাতির জন্য তা ভালো হবে না। সংস্কারের বিষয়টি এসেছে আরও ছয় বছর আগে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপকল্প প্রকাশ করেছিলেন। সেখানে দেশের স্বাধীনতা ও জনগণের সেবায় ৩১ দফা দিয়েছিলন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর