thereport24.com
ঢাকা, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ৩০ জমাদিউল আউয়াল 1446

কমনওয়েলথে নতুন প্রজন্মের ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৪ অক্টোবর ৩১ ১৩:২১:০৫
কমনওয়েলথে নতুন প্রজন্মের ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সামায়ার রাজধানী আপিয়ায় ছয় দিনব্যাপী কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২১-২৬ অক্টোবর সামায়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠিত ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। কমনওয়েলথ সভাপতি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ২৫ অক্টোবর সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনে কমনওয়েলথ রাষ্ট্রগুলোর নেতারা বৈশ্বিক অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি, সদস্য রাষ্ট্রগুলোর নিজেদের মধ্যে অধিকতর যোগাযোগ, বাণিজ্য এবং টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর