thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

আল-আরাফাহ ব্যাংকে ট্রেইনার্স প্রশিক্ষণে সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান

২০২৪ নভেম্বর ০৩ ১৭:৩৩:২২
আল-আরাফাহ ব্যাংকে ট্রেইনার্স প্রশিক্ষণে সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান

দ্য রিপোর্ট প্রতিবেদক:আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি-এ গত ২৭ অক্টোবর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ‘আবাবিলএনজি’ নিয়ে আয়োজিত ট্রেইনার্স ট্রেনিং কোর্সে ৩০ জন সেরা প্রশিক্ষকদের পুরস্কার দেওয়া হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট ও পুরস্কার দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা।

অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসাইন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো. আবদুল্লাহ আল-মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন জোন ও শাখার ১১৭ জন কর্মকর্তাকে মাস্টার ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষক পরে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সিবিএসের ওপর প্রশিক্ষণ দেন।সংবাদ বিজ্ঞপ্তি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

কর্পোরেট সংবাদ এর সর্বশেষ খবর

কর্পোরেট সংবাদ - এর সব খবর