thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

পুঁজিবাজার: সিএসইতে সূচক বাড়লে ডিএসইতে কমেছে

২০২৪ নভেম্বর ০৪ ০৯:১১:১৪
পুঁজিবাজার: সিএসইতে সূচক বাড়লে ডিএসইতে কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে। টানা তিনদিন ডিএসইর প্রধান সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও রোববারে তা পতন হয়েছে।




এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও ডিএসইতে কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৮টি কোম্পানির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির।

ডিএসইতে এদিন মোট ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৯৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.৯৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬২ পয়েন্টে, শরিয়া সূচক ৪.০৫ পয়েন্ট বেড়ে ৯২৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৩.১৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২০৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

দিনশেষে সিএসইতে ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে। টানা তিনদিন ডিএসইর প্রধান সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও রোববারে তা পতন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর