thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য নির্বাচনী প্রচারণার অংশ

২০২৪ নভেম্বর ০৪ ০৯:১৩:০৫
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য নির্বাচনী প্রচারণার অংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের ওপর নিপীড়নের অভিযোগ সম্পর্কে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার একটি অংশ।

গতকাল সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল সেন্টারে সুন্নাহ কনফারেন্স বাংলাদেশের উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের লোকদের নিপীড়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগতার নির্বাচনী প্রচারণার অংশ। ডোনাল্ড ট্রাম্প মূলত ভোট পাওয়ার জন্য এ ধরনের অভিযোগ করেছেন এবং আমরা তার সাথে একমত নই।”

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে না।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরোনো।”

হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন বাংলাদেশে খুব ভালো আছেন এবং তারা সম্প্রতি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিরাপদে উদযাপন করেছেন কারণ সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, “তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই। তারা (হিন্দু সম্প্রদায়) সরকারের কাছে কিছু দাবি রেখেছে, যা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।”

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর