thereport24.com
ঢাকা, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১,  ৩০ জমাদিউল আউয়াল 1446

দৈনন্দিন চা-কফি বানানোর ঝামেলা কমাবে মিনিস্টার ইলেকট্রিক কেটলি  

২০২৪ নভেম্বর ০৫ ০৯:৩২:৪৯
দৈনন্দিন চা-কফি বানানোর ঝামেলা কমাবে মিনিস্টার ইলেকট্রিক কেটলি
 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আবহাওয়া জানান দিচ্ছে শীত আসন্ন। শীতে গরম চা-কফির চাহিদার পাশাপাশি বিভিন্ন কাজে বারবার পানি গরম করার সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি ভরসাযোগ্য ইলেকট্রিক কেটলি। এমনকি বাচ্চাদের জন্য শীতে অনেক বেশি গরম পানির প্রয়োজন হয়। একটি ভালো ইলেকট্রিক কেটলি আপনাদের জীবনকে করে তুলবে সহজতর। আর ভালো মানের কেটলি মানেই বাজারসেরা মিনিস্টারের ইলেকট্রিক কেটলি।

মিনিস্টারের এই কেটলির মধ্যে রয়েছে কুল টাচ ডাবল লেয়ার বডি যাতে করে কেটলির ভেতরে পানি যতই গরম হোক না কেন, বাইরের দিকটা থাকবে সাধারণ তাপমাত্রায় যেন স্পর্শ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। ডাবল লেয়ারের ভিতরের দিকে রয়েছে মডেল অনুযায়ী স্টেইনলেস স্টিল অথবা গ্লাস দিয়ে তৈরি যা পানিকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এই ডাবল লেয়ার ডিজাইনের কারণে পরিবারের সকলের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

মিনিস্টার কেটলিগুলো সাধারণত ১.২ লিটার এবং ১.৮ লিটারের হয়ে থাকে। ১৫০০ ওয়াটের বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন এই কেটলিগুলো অনেক দ্রুত পানি গরম করে যা বিদ্যুৎ সাশ্রয় করে। বিল্ট-ইন বয়েল ড্রাই প্রোটেকশন ফিচারটির কারণে পানির অনুপস্থিতি টের পেলেই কেটলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যার কারণে কেটলির স্থায়িত্ব বৃদ্ধি পায়।

১৫০০ ওয়াটের বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন এই কেটলিগুলো অনেক দ্রুত পানি গরম করে যা বিদ্যুৎ সাশ্রয় করে। বিল্ট-ইন বয়েল ড্রাই প্রোটেকশন ফিচারটির কারণে পানির অনুপস্থিতি টের পেলেই কেটলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যার কারণে কেটলির স্থায়িত্ব বৃদ্ধি পায়।

কেটলিগুলোর ব্যবহার সহজ করার জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। “পুশ বাটন ওপেন লিড” রিফিল ও পরিষ্কার করার জন্য বেশ সুবিধাজনক, এবং এলইডি ইন্ডিকেটর দিয়ে বোঝা যায় কেটলিটি কখন চালু আছে।

বিভিন্ন রঙের মিনিস্টার ইলেক্ট্রিক কেটলিগুলোর মধ্যে উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে MI-EKX18, MI-EKY15, MI-EKC-1821, ও MI-EKY18। বাজারে এইসব কেটলিগুলোর ১,০৯৫ টাকা থেকে ২,২৪৭ টাকার মধ্যে পাওয়া যায়।

মিনিস্টারের সকল অফারের তথ্য ও বিস্তারিত জানতে ভিজিট করুন https://ministerbd.com/ অথবা হটলাইনঃ 09606 700 700

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

কর্পোরেট সংবাদ এর সর্বশেষ খবর

কর্পোরেট সংবাদ - এর সব খবর