thereport24.com
ঢাকা, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ৩০ জমাদিউল আউয়াল 1446

আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার

২০২৪ নভেম্বর ০৬ ১৭:৫৫:৫৮
আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, তার (আমু) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই শিল্পমন্ত্রী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর