thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হঠাৎ দুবাইয়ে লিটন দাস

২০২৪ নভেম্বর ০৯ ০০:০৮:৩৬
হঠাৎ দুবাইয়ে লিটন দাস

দ্য রিপোর্ট ডেস্ক:আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে প্রথমটিতে হেরে ইতিমধ্যে ব্যাকফুটে আছে লাল-সবুজের দল। এর মধ্যে ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহিম।

তার স্থলাভিষিক্ত কে হবেন এমন আলোচনার মধ্যে আজ শুক্রবার (৮ নভেম্বর) হঠাৎ দেশটিতে গেলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের পরিবর্তে কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

বিসিবির একটি সূত্র রাইজিংবিডিকে জানিয়েছেন, ‘পরিবার নিয়ে দুবাইয়ে গেছেন লিটন। ওখানে কয়েকদিন থেকে ওয়েস্ট ইন্ডিজ যাবেন। আফগানিস্তান সিরিজের দলে যুক্ত করা হবে কী তা এখনো নিশ্চিত নয়।’

এদিকে নির্বাচক প্যানেলের এক সদস্য রাইজিংবিডিকে জানিয়েছেন, ‘লিটন এখনো ফিট নন পুরোপুরি। তবুও আমরা তাকে পর্যবেক্ষণে রাখছি, চিন্তাভাবনার মধ্যে আছে। প্রয়োজন হলে নেওয়া হতে পারে।’

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে ছিটকে যান লিটন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের আগের দিন জ্বরে আক্রান্ত হন। কয়েকদিন বিশ্রামের পর আবার মাঠে ফেরেন। সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে মিরপুরে অনুশীলনও করেন।

আগামীকাল শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলবে দুই দল। শেষ ম্যাচে লিটনকে দেখাও যেতে পারে। সিরিজের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এমন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচক প্যানেল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর