thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

২০২৪ নভেম্বর ১১ ১০:২৬:০০
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার।

রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

তিন জন বিশেষ সহকারী হলেন—পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান ও অধ্যাপক এম আমিনুল ইসলাম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহাকারী হিসেবে দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

তিন জন নতুন উপদেষ্টার শপথ গ্রহণের পরে বিশেষ সহকারীদের নিয়োগ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করবেন। রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধীনে তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

ডা. সায়েদুর রহমান সরকার পরিবর্তনের পর গত ২৭ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান।

এর আগে তিনি বিএসএমএমইউর ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু মেডিক্যালে যোগ দেওয়ার আগে তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেছেন।

খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের ২ নভেম্বর থেকে ২০০৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব পান। জোট সরকার দায়িত্ব হস্তান্তরের পর রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও আইজিপির দায়িত্বে ছিলেন খোদা বকশ। পরে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

আমিনুল ইসলাম ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীসহ ৯ উপদেষ্টার মন্ত্রণালয় বণ্টন-পুনর্বণ্টন করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন যুক্ত হওয়া উপদেষ্টারা হলেন- বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম, যিনি এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে এখনও নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর