thereport24.com
ঢাকা, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১,  ৩০ জমাদিউল আউয়াল 1446

ন্যামস মোটরসের সাথে দুই চীনা কোম্পানির যেসব খাতে বিনিয়োগ সিদ্ধান্ত

২০২৪ নভেম্বর ১১ ১০:৩৮:৫৩
ন্যামস মোটরসের সাথে দুই চীনা কোম্পানির যেসব খাতে বিনিয়োগ সিদ্ধান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক:অটোমোবাইল প্রতিষ্ঠান ন্যামস মোটরস লিমিটেডের সাথে চীনের ওয়েলবি কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাওশেং টেকনোলজি লিমিটেড যৌথভাবে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারী ও সোলার প্যানেল তৈরীর কারখানা স্থাপন এবং স্যাটেলাইট কানেকশনের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রবিবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটির (বিডা) প্রধান কার্যালয়ে চীনের একটি বিনিয়োগকারী দলের সাথে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যানের এক সভায় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় বাংলাদেশের সুনামধন্য অটোমোবাইল প্রতিষ্ঠান ন্যামস্ মোটরস্ লিমিটেডের সাথে চীনের ওয়েলবি কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাওশেং টেকনোলজি লিমিটেড যৌথভাবে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারী ও সোলার প্যানেল তৈরীর কারখানা স্থাপন এবং স্যাটেলাইট কানেকশনের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের দূষণ কমানো এবং নতুন চাকুরীর ক্ষেত্র তৈরী করে বেকার সমস্যা সমাধানে অবদান রাখবে বলে আশা করা যায়।

উক্ত সভায়, যৌথ বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে ন্যামস্ মোটরস্ লিমিটেড পক্ষের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেঃ জেনাঃ শফিকুজ্জামান (অবঃ), পরিচালক মেজর জেনাঃ (অবঃ) এ কে এম আবদুর রহমান চীফ অপারেটিং অফিসার নুরউদ্দিন জাহাঙ্গীর, সহকারী পরিচালক মোকাম্মেল হোসেন এবং ওয়েলবি কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড ও বেইজিং হাইরুন হাওশেং টেকনোলজি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওং টিক বেঞ্জামিন, মার্কেটিং ডিরেক্টর চেউং তুং পিউ বিল, এক্সিকিউটিভ ডিরেক্টর লিউ মেইশু, ম্যানেজার প্যান কিয়াং, চীফ ইন্জিনিয়ার টং ইয়াংঝাং, ম্যানেজার ওয়াং গুইয়াং, ইন্জিনিয়ার পলাশ কুমার সেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

কর্পোরেট সংবাদ এর সর্বশেষ খবর

কর্পোরেট সংবাদ - এর সব খবর