thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

২০২৪ নভেম্বর ১৩ ২১:৫৫:০৩
ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। সেই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫২টি কোম্পানির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত আছে ৬৭টির।

এদিন ডিএসইতে মোট ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৮২ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে, শরিয়া সূচক ৫.২৩ পয়েন্ট কমে ৯৪৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.০৮ পয়েন্ট কমে ১২ হাজার ৩২০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।

দিন শেষে সিএসইতে ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর