thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

গঠিত হলো বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টকেন্দ্রীয় কমিটি

২০২৪ নভেম্বর ১৫ ২০:৪৮:০৫

দ্য রিপোর্ট প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগান সামনে রেখে গঠিত হলো বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। গুলশানের একটি রেস্তোরায় গত ১১ নভেম্বর সন্ধ্য়ায় বিভিন্ন জেলার বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের নিয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট" নামে একটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাসকে সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি সমীর কুমার বসুকে সাধারণ সম্পাদক, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানিক লাল ঘোষকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জয়দেব জয় কে সাংগঠনিক সম্পাদক এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোবিন্দ চাঁদ কুন্ডুকে দপ্তর সম্পাদক করে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

যা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের স্বতন্ত্র কেন্দ্রীয় কমিটি হিসেবে পরিগণিত হবে। সভায় আরো সিদ্ধান্ত হয় যে অতি দ্রুত সকল জেলা প্রতিনিধিসহ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

টিআইএম/১৫ নভেম্বর,২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর