thereport24.com
ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৫ জমাদিউল আউয়াল 1446

রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৩৩ শতাংশের বেশি

২০২৪ নভেম্বর ১৭ ০৮:০৭:৪৮
রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৩৩ শতাংশের বেশি

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স ৩৩ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স এসেছে ৬৫৪ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৯০ কোটি ৭১ লাখ ডলার।

গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। প্রবৃদ্ধি ৫০ দশমিক ৩১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স এসেছে, সেগুলোর মধ্যে আছে— সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার, সিঙ্গাপুর।

আলোচ্য প্রান্তিকে আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২১ লাখ ডলার, যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৯২ কোটি ৩ লাখ ডলার, সৌদি আরব থেকে এসেছে ৮৫ কোটি ৮৮ লাখ ডলার, মালয়েশিয়া থেকে এসেছে ৬১ কোটি ৯৬ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে এসেছে ৫৬ কোটি ৫৬ লাখ ডলার, ইতালি থেকে এসেছে ৪২ কোটি ৫৭ লাখ ডলার, কুয়েত থেকে এসেছে ৩৫ কোটি ৯১ লাখ ডলার, ওমান থেকে এসেছে ৩২ কোটি ৭৫ লাখ ডলার, কাতার থেকে এসেছে ২৬ কোটি ৫১ লাখ ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ২০ কোটি ২৩ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ৪৭ শতাংশ রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এরপরেই চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রাম বিভাগে রেমিট্যান্স আসার হার ২৮ শতাংশ। রেমিট্যান্স আসার দিক দিয়ে তৃতীয় অবস্থানে সিলেট। সিলেট বিভাগে রেমিট্যান্স আসার হার ৯ শতাংশ।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর