thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

খেলাপিদের ঘটিবাটি বিক্রি করে অর্থ আদায় করতে হবে: অর্থ উপদেষ্টা

২০২৪ নভেম্বর ১৯ ২৩:৩৭:৪৪
খেলাপিদের ঘটিবাটি বিক্রি করে অর্থ আদায় করতে হবে: অর্থ উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘটিবাটি বিক্রি করে খেলাপিদের কাছ থেকে অর্থ আদায় করতে ব্যাংকগুলোকে বলেছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে মঙ্গলবার অর্থ বিভাগের সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেছেন।

তার মতে, বাহির থেকে বোঝা না গেলেও ভেতরে আর্থিক খাতের অবস্থা ভয়াবহ। চ্যালেঞ্জের মুখে পড়েছেন ব্যাংক খাত, পুঁজিবাজার ও রাজস্ব আদায় নিয়ে। তবে কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা।

অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে এ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

খেলাপি ঋণ আদায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বিচারিক ক্ষমতা দিয়ে পৃথক আদালত প্রতিষ্ঠা করা সংক্রান্ত এক প্রশ্ন করলে বিষয়টি প্রত্যাখান করেছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, উচ্চ আদালতে রিট মামলা নিষ্পত্তির জন্য দুইটি বেঞ্চ আছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও গভর্নরের সঙ্গে আলোচনা হয় যাতে বেঞ্চগুলো আগামী তিন মাস শুধু রিট মামলাগুলো পরিচালনা করে।

অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, ব্যাংক খাতের যে সব খারাপ সিনড্রোম ছিল সেগুলো কারেকশন হচ্ছে। ইসলামী ব্যাংক দুর্বলতা কাটিয়ে উঠছে। কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই। আমানতকারীদের সুরক্ষা দেওয়া হবে। ব্যাংক খাতে হারানো আস্থা ফিরে আনা আমাদের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে দু-একটি ব্যাংককে অর্থায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে অর্থ উপদেষ্টা মনে করেন, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক তাদের নিয়ম পালন করেনি। আর বাংলাদেশ ব্যাংক সেটি মনিটরিং করার কথা থাকলেও তা করেনি। এটিই সবচেয়ে বড় দুর্বলতা। তবে তিনি কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার দরকার বলে মনে করেন। এ সময় তিনি বলেন, গভর্নর দক্ষ ব্যক্তি হলেও এর আগে ব্যবস্থাপনা দুর্বল ছিল।

উপদেষ্টা বলেন, ব্যাংক খাতে পলিসিগত ভুল ছিল, চেষ্টা করছি ঠিক করার। উদাহরণ টেনে তিনি বলেন, ২ শতাংশ অর্থ পরিশোধ করে কিভাবে ঋণের পুনঃতফসিলি করা হয়েছে, যেখানে এটি ১০ শতাংশ ছিল। আইন ও নীতি সংশোধন করে এখন সংস্কার করতে হবে। তবে আমি গভর্নর থাকা অবস্থায় খেলাপি ঋণ ছিল ২২ হাজার কোটি টাকা, এখন যা ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা। অর্থনীতির আকার বেড়েছে। তাই বলে খেলাপি ঋণ এতো বাড়ার কথা নয়।

গ্রাহকদের হয়রানির বিষয়টি সামনে এনে অর্থ উপদেষ্টা বলেন, একজন গ্রাহক এক লাখ টাকা তুলতে গেলে ২০ হাজার টাকা দিবে তা গ্রহণযোগ্য নয়। ব্যাংকের টাকা কে চুরি করেছে সে জন্য গ্রাহক দায়ী নয়।

এক প্রশ্নের জবাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এ প্রসঙ্গে বলেন, যেসব দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তারা যাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে সেজন্য খুব দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

ব্রিফিংয়ে ব্যবসায়ীদের অভয় দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন, তাদের কোনো সমস্যা হবে না। তারাই ভীতু হয়ে আছেন, যারা বিগত সরকারের সময়ে নানাভাবে অনেক কিছু করেছেন।

সরকারের ব্যয় প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশকীয় ব্যয় ছাড়া অন্যসব ব্যয় প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না। সরকারি ব্যয় কৃচ্ছ্র সাধন করা হচ্ছে। কোনো ধরনের গাড়ি কেনা হচ্ছে না। শুধু নষ্ট হওয়ার কারণে পুলিশের গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। রাজস্ব আদায় বাড়ানো এখন আমাদের চ্যালেঞ্জ। সেটি না বাড়াতে পারলে উন্নয়ন খাতে ব্যয় সম্ভব হবে না।

রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যে কোনো প্রকল্পের কতটা অগ্রগতি সেটিও দেখা হচ্ছে।

পুঁজিবাজার ঠিক করতে নতুন কোম্পানি আনা হবে। তবে বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলো দেখা হচ্ছে। জাতীয় রাজস্ব আদায় এখন চ্যালেঞ্জ। লোকবল বেশি দিলে ভাল কাজ হবে সেটি নয়। সিস্টেম পরিবর্তন করতে হবে। হয়রানি প্রতিরোধ ও স্বচ্ছতা বাড়াতে আধুনিকায়ন করা হচ্ছে এনবিআরকে। কর আদায় এবং কর আরোপ এ জন্য পৃথক দু’টি সংস্থা করা যায় কিনা ভাবা হচ্ছে। কারণ একজন ব্যবসায়ীর ওপর কর চাপিয়ে তারাই আবার কর কমানোর প্রস্তাব দেয় ভিন্নভাবে। পৃথক অফিস হলে সেটি হবে না।

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০ কোটি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৫০ কোটি মার্কিন ডলার দিচ্ছে বলে ওই সংবাদ সম্মেলনে জানান অর্থ সচিব।

তিনি বলেন, অতিরিক্তি সহায়তা হিসেবে আরও ১০০ কোটি ডলার নিয়ে আলোচনা চলছে। আগামী ডিসেম্বরের আইএমএফ প্রতিনিধি দল ঢাকা আসবে। তখন আলোচনা করে চূড়ান্ত হবে।

এক প্রশ্নের জবাবে অর্থ সচিব বলেন, সরকারি কর্মকর্তাদের প্রদত্ত গাড়ি সঠিক ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অপব্যবহার রোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জানান, প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলার বিশ্বব্যাংক। এছাড়া সংশোধন করে আরও ৭২ কোটি ডলার সংস্থান করা হবে। এটি আগামী ডিসেম্বর নাগাদ চূড়ান্ত হবে। এই দাতা সংস্থা গ্যাস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেওয়া শুল্ক সুবিধা বাজারে কাজে আসছে না প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটি রোজা পর্যন্ত বহাল রাখা হবে। তবে মূল্যষ্ফীতি নিয়ন্ত্রণে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে।

দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা মানুষকে ধৈর্য ধরতে বলি। কিন্তু সাধারণ মানুষের পক্ষে ধৈর্য ধরা কঠিন। এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে অল্প কিছু বাজার করা যায়। আমিও সেটা টের পাই, আপনারা সবাই টের পান। আমিও তো বাজারে যাই, আমারও দুঃখ লাগে। সাধারণ মানুষের জ্বালা আছে, তারা সেটা বিভিন্নভাবে প্রকাশ করেন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ডিমের দাম কমেছে, চিনিতে ১৫ টাকা নিচে নেমেছে। অনেক পণ্যের কাজ হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে এই সময়ে দাম বৃদ্ধির কারণে অনেক পণ্যে সেটি কার্যকর হয়নি।

অর্থ উপদেষ্টা বলেন, কিছু সংস্কার আছে যা মধ্য মেয়াদে ছাড়া শেষ হবে না। সেটি জোর করে স্বল্প মেয়াদে করা যাবে না। আর কিছু কাজ দীর্ঘ মেয়াদি সংস্কার প্রয়োজন। সেগুলো হাত দিচ্ছি না। এটি আমাদের কাজ নয়। যে সরকার আসবে তার কাজ। স্বল্প মেয়াদি সংস্কারের পাশাপাশি আমরা পায়ের ছাপ রেখে যাবো। আমরা যে সংস্কারের রূপ রেখা দিয়ে যাব। পরবর্তী যে সরকার আসবে তারা সেটি বাস্তবায়ন করবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর