thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অন্তর্বর্তী সরকারকে ‘একটু’ সময় দিতে বললেন ফখরুল

২০২৪ নভেম্বর ২০ ১৮:১১:৩৪
অন্তর্বর্তী সরকারকে ‘একটু’ সময় দিতে বললেন ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানে ‘একটু’ সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘উনাদের একটু সময় দিতে হবে। তারা কাজ শেষ করলে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। আমরা বলেছি, এটি একটু তাড়াতাড়ি করলে ভালো হয়।’’

বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে। রাতারাতি সবকিছু হয়ে যাবে না। ১৫ বছরের যে জঞ্জাল, সেটি সাফ করতে সময় লাগে। তারা অনেক কাজ করবেন। শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে তো। এখন কি আর আওয়ামী লীগের লোকজন অত্যাচার করতে পারে?’’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘একটি ভুল বুঝাবুঝি হয়েছে, প্রধান উপদেষ্টাকে কোড করে বলা হয়েছে— আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিয়েছি? এ কথা সঠিক না। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কে নির্বাচন বা রাজনীতি করবে, কি করবে না; তা ঠিক করবে জনগণ। একটি রাজনৈতিক দল হিসেবে তা আমরা নির্ধারণ করতে পারি না।’

বিএনপি মহাসচিব লেন, ‘‘এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমরা কখনও কোনো দলকে নির্বাচনে আনতে মানা করিনি। কিন্তু শেখ হাসিনাসহ যারা মানুষ খুন করেছেন, বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে রাজনীতি করতে দেবেন, কি দেবেন না। এখানে আমরা কেউ নই, এ দায়িত্ব আমাদের না।’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছেন। তাকে যে কষ্টে রাখা হয়েছিল, তা চিন্তাও করতে পারবেন না। তারপরও কখনও তিনি মাথানত করেননি। তিনি মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছেন। খালেদা জিয়া খুব অসুস্থ। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছি।’’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর