thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১,  ১ জমাদিউস সানি 1446

সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: শিক্ষা উপদেষ্টা

২০২৪ নভেম্বর ২০ ১৮:১৮:০৭
সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: শিক্ষা উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শুরু থেকেই নানা সমস্যার কথা বলে আসছেন। দীর্ঘদিন আন্দোলন করে আসছেন নানা দাবিতে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সরকার। সাত কলেজের স্বতন্ত্র পরিচয় নিশ্চিতের জন্য বিশেষজ্ঞ কমিটি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘‘রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে অপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করা হয়েছিল। যার ফলে শুরু থেকেই কলেজগুলোতে নানা সমস্যা ও সংকট লেগেই রয়েছে। এ জন্য সাত কলেজকে আলাদা করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমরা তাদের স্বতন্ত্র পরিচয় নিশ্চিতের জন্য বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি।’’

তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য যতদূর পারবে যথাসাধ্য চেষ্টা করবে। সাত কলেজকে কীভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া যায় সেটি জানার জন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটি কলেজগুলোর নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। এবার আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। এই কমিটি এসব কলেজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কীভাবে স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ-সুবিধা, অবকাঠামো কীভাবে বাড়ানো যায় সেসব কাঠামো তৈরি করবে। আর স্বতন্ত্র পরিচয়ের নাম (সাত কলেজকে নিয়ে নতুন প্রতিষ্ঠানের নাম) সবার সঙ্গে আলোচনা করে দেওয়া হবে।’’

তিনি বলেন, ‘‘যে নামই দেওয়া হোক না কেন আসল কথা হলো শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার বৈষম্য দূর করা। কী নাম দেবে সেটি তোমরাই (ছাত্ররা) ঠিক করবে। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কী কী পদক্ষেপ নেওয়া যাবে সেগুলোর কাজ শুরু করব।’’

বর্তমানে প্রচলিত একাডেমিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘বর্তমানে যারা অনার্স বা এমএতে অধ্যায়ন করছে তাদের পড়াশোনার বিঘ্ন যেন না হয় সেটা খেয়াল রাখা হচ্ছে। ‘’

রাস্তা অবরোধ নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা সম্পূর্ণ অভিভাবকহীন পেয়েছি। এখন নিয়োগ দেওয়া হয়েছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত যোগ্য, প্রতিভাবান মানুষ কখনও এরকম বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্ব পেতে পারেন। আমাদের স্বল্প সময়ে একটা দৃষ্টান্ত তৈরি করে রেখে যেতে চাই। যাতে ভবিষ্যত সরকারের কাছে এটা নিদর্শন হিসেবে থাকে। তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে জানিও। তবে আর রাস্তা অবরোধ নয়, বিশৃঙ্খলা নয়। আমরা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ চাই।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। এই সাতটি কলেজ নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এখন আন্দোলন কর্মসূচি পালন করছেন এসব কলেজের শিক্ষার্থীরা।

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর