thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

খেজুরের আমদানি শুল্ক কমল, থাকছে না অগ্রিম করও

২০২৪ নভেম্বর ২২ ০৯:০৯:৫০
খেজুরের আমদানি শুল্ক কমল, থাকছে না অগ্রিম করও

দ্য রিপোর্ট প্রতিবেদক:পবিত্র রমজানকে কেন্দ্র করে আমদানি ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে খেজুরে বিদ্যমান মোট করভার কমিয়েছে সরকার। এটির হার ৬৩ দশমিক ৬০ হতে কমিয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ কারণে মানভেদে খেজুরের দাম কেজিতে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত ভিন্ন দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুরের ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে হ্রাস করে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে হ্রাস করে ৩ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

এতে করে মোট করভার ৬৩ দশমিক ৬০ হতে হ্রাস হয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ কার্যকর হবে।

খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর হ্রাস করার ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা হতে ১০০ টাকা হ্রাস পেতে পারে।

এনবিআর মনে করে, আমদানি পর্যায়ে শুল্ক-কর হ্রাসের ফলে খেজুরের আমদানি বৃদ্ধি পাবে। বাজারে খেজুরের সরবরাহ বৃদ্ধি পাবে ও বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর