thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

২০২৪ নভেম্বর ২৩ ১৪:২০:১৩
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:গাজীপুরেএকটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েতিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২৩ নভেম্বর)শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অবটেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী ৬টি বিআরটিসি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে করে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিল।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে নেমে আঞ্চলিক সড়ক দিয়ে রিসোর্টে যাওয়ার সময় উত্তর পেলাইদ গ্রামের উদয়খালী বাজারেডাবল ডেকার একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে। এতে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। এসময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে আরো দুজন মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনজন মারা গেছে। এ ঘটনায় আরো দুই তিন জন আহত হইছে।

নিহতরা হলেন- গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর