thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ৩১ আষাঢ় ১৪৩২,  ২০ মহররম 1447

শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে: পুতিন

২০২৪ নভেম্বর ২৩ ১৪:২৮:০১
শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে: পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক:শব্দের চেয়ে দ্রুতগতির এবং বাধা দেওয়া যায় না এমন ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে বলে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ‍হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

শনিবার (২৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অনির্ধারিত এক টেলিভিশন ভাষণে পুতিন এ হুমকি দেন।

শুক্রবারের ওই ভাষণে তিনি বলেন, ‘‘ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে।’’ যা উৎপাদনের নির্দেশ দিয়েছেন তিনি।

ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব নেতাদের সরব হওয়ার আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর