thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

দারুণ শুরুর পর হতাশার দিন বাংলাদেশের

২০২৪ নভেম্বর ২৪ ১৪:০৬:১৯
দারুণ শুরুর পর হতাশার দিন বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক:কী দারুণ একটা শুরুই না হয়েছিল! হাসান মাহমুদ টানা দুই ওভারে এনে দিয়েছিলেন দুটি উইকেট। কিন্তু এরপর থেকেই ছন্দপতন।

জাস্টিন গ্রিবসের কাছে অসহায় হয়ে পড়লেন বাংলাদেশের বোলাররা, চারশ ছাড়িয়ে গেল ক্যারিবীয়দের রান। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেও হারাতে হয়েছে দুই ওপেনারকে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান করেছে বাংলাদেশ।

আগের দিন দুই দলই লড়েছিল সমান তালে। বাংলাদেশ পাঁচ উইকেট নিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫০ রান। দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলতে হতো বাংলাদেশকে। ওই কাজটি করে দেন পেসার হাসান মাহমুদ।

আগের দিন দুর্দান্ত বোলিং করেও উইকেটের দেখা পাননি তিনি। কিন্তু এদিন প্রথম ওভারেই হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান জশুয়া ডি সিলভা। ২৩ বলে করেন ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। সিলভার বিদায়ের পর দিনের দ্বিতীয় উইকেটটিও আসে হাসানের বোলিংয়েই।

তার বলে গালিতে আলজারি জোসেফের দারুণ এক ক্যাচ নেন জাকির হাসান। এরপর বাংলাদেশের দ্রুত অলআউট করাটাই প্রত্যাশায় থাকার। বিরতির পর এজন্য লিটন দাসের কাছ থেকে থেকে নিয়ে চলবে তারা।

দ্বিতীয় সেশনের শুরুতে হাফ সেঞ্চুরি তোলেন। তাদের রেকর্ড জুটিটি ভাঙেন ২৮৯ বলে ১৪০ রান করে। হাসান মাহমুদের বলে রোচ বোল্ড হলে এই জুটি ভাঙে। রোচ আউট হলেও হাল ছাড়েননি গ্রিভস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।

২০৬ বলে ১১৫ রানে শেষ অবধি অপরাজিত থাকেন গ্রিভস। ৯ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ তিনটি, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট পান।

এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকেই হারিয়েছে বাংলাদেশ। সিলসের ওভারে জাকির হাসানের ব্যাট থেকে বল যায় স্টাম্পে। ৩৪ বলে ১৫ রান করেন তিনি। ৩৩ বলে ৫ রান করে দ্বিতীয় স্লিপে অ্যালিক অ্যাথানেজের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর