thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিশ্ব ক্রিকেটের মসনদে বসতে অপেক্ষা বাড়ছে জয় শাহর

২০২৪ ডিসেম্বর ০১ ০৭:২১:৪৪
বিশ্ব ক্রিকেটের মসনদে বসতে অপেক্ষা বাড়ছে জয় শাহর

দ্য রিপোর্ট ডেস্ক:গেল আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। ১ ডিসেম্বর (আগামীকাল রোববার) গ্রেগ বার্কলের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল জয় শাহর। কিন্তু সেটা হচ্ছে না। এখনইবিশ্ব ক্রিকেটের মসনদে বসা হচ্ছে না তার।

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে জয় শাহরদায়িত্ব নেওয়ার সময় এক মাস পিছিয়ে গেছে। ১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি দায়িত্ব নিবেন তিনি।

মূলত, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে যাতে একটি গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত সিদ্ধান্ত নেওয়া যায় সে কারণেই জয় শাহ দায়িত্ব নিচ্ছেন না ১ ডিসেম্বর। তিনি নতুন বছরে দায়িত্ব নিবেন। সেক্ষেত্রে বার্কলের মেয়াদ আরও এক মাস বেড়ে যাচ্ছে।

পাকিস্তানে খেলতে যেতে ভারতের আপত্তি থাকায় ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অচলবস্থা তৈরি হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত আইসিসি সর্বশেষ সভায়ও এই বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি ভারত ও পাকিস্তান। সে কারণে আইসিসি উভয় দেশকে আরও কিছু সময় দিয়েছে সিদ্ধান্তে আসতে। ভারত, পাকিস্তানের পাশাপাশি আরও কয়েকটি সদস্য দেশকেও একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেদায়িত্ব দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর