thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

 ‘জেড’ ক্যাটাগরিতে নামল ম্যাকসন স্পিনিং

২০২৪ ডিসেম্বর ০২ ০৯:৫১:০৫
 ‘জেড’ ক্যাটাগরিতে নামল ম্যাকসন স্পিনিং

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী টানা দুই বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়া কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।

ম্যাকসন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ গত দুই হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ফলে রবিবার (১ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আগামী ২৪ নভেম্বর থেকে কার্যকর হবে।

ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর