thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

চিন্ময়কাণ্ডে গ্রেপ্তার ৮ আসামির ৫ দিনের রিমান্ড

২০২৪ ডিসেম্বর ১০ ১৪:৪০:৫৯
চিন্ময়কাণ্ডে গ্রেপ্তার ৮ আসামির ৫ দিনের রিমান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক:চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন না মঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ৮ আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ৩য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, পুলিশের পক্ষ থেকে আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিরা হলেন- সুমন দাস, সুজন দাস, সাকিবুল আলম, আহমেদ হোসেন, সৌরভ দাস, মো. রাকিব, সৃজন দাস ও ইমন চক্রবর্তী।

চট্টগ্রাম মহানগর পিপি মফিজুর রহমান জানান, চিন্ময় অনুসারী কর্তৃক আদালত চত্বরে পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধা প্রদান ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সংঘর্ষের সময় চিন্ময় অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। সাইফুল ইসলাম আলিফ সম্প্রতি সরকারি কৌঁসুলি নিযুক্ত হয়েছিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর