thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

সিরিয়ায় ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

২০২৪ ডিসেম্বর ১০ ১৪:৫০:২৫
সিরিয়ায় ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

দ্য রিপোর্ট ডেস্ক:সিরিয়ায় গত রবিবার (৮ ডিসেম্বর) প্রেসিডেন্টবাশারআল-আসাদসরকারের পতনের পর থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খবর বিবিসির।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার ভূখণ্ডে প্রায় ৩১০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এসওএইচআর-এর তথ্য বলছে, সিরিয়ায় সামরিক বাহিনীর ঘাঁটি,অস্ত্র ও গোলাবারুদের গুদাম, বিমানবন্দর এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি।

ইসরায়েল বলেছে, তারা আসাদ সরকারের পতনের পর ‘চরমপন্থিদের হাতে’অস্ত্র পড়া বন্ধ করতে কাজ করছে।

সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে গত রবিবার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।

সিরিয়ায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সিরিয়ায় গত ২ দিন ধরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনা সিরিয়ারনতুন প্রশাসনের জন্যদেশের নিরাপত্তা সুরক্ষার কাজেবড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

দেশটিতে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা পুরোনোশাসন চলে গেছে। বিরোধী দলেররাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার অভাব রয়েছে। এমন পরিস্থিতিতাদেরকে নতুন সরকার গঠনের পাশাপাশি একইসঙ্গেরাষ্ট্রীয় সুযোগ-সুবিধা রক্ষা করতে হবে।

সিরিয়ারবিরোধী দল কোনো একক দল নয়। বিভিন্ন ধরনের গোষ্ঠীর একটি জোট। তাই এখানে নতুন প্রশাসনের যেকোনোব্যর্থতা নতুন গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলি হামলা নতুন প্রশাসনের কাজকে প্রায় অসম্ভব করে তুলছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর