thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ হবে: জাতীয় নাগরিক কমিটি

২০২৪ ডিসেম্বর ২৯ ০৯:৪৬:৫৫
৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ হবে: জাতীয় নাগরিক কমিটি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।

ফেসবুক পোস্টে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার। সেই পোস্টে একটি ছবিও জুড়ে দেয়া হয়। তাতে লেখা রয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র।

এর আগে, শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়। সবাই প্রায় একইসাথে ফেসবুক পোস্ট দেন।

বেশিভাগই তাদের ফেসবুক পোস্টে, ৩১ ডিসেম্বরের কথা উল্লেখ করেন। কেউ কেউ একইদিন বিকেল ৩টায় শহীদ মিনারের কথা বলেছেন। তবে সেদিন কী ঘটতে যাচ্ছে, সে বিষয়টি পোস্টগুলোতে পরিষ্কার করা হয়নি।

সারজিস আলম তার পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনার। এখনই সময়, বাংলাদেশের জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।

এদিকে তাদের ফেসবুক পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা এসব পোস্টকে ঘিরে নানা রকম মন্তব্য করছেন।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর