thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

২০২৫ জানুয়ারি ০৮ ১৩:২১:২৪
লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

দ্য রিপোর্ট ডেস্ক:লাল কার্ড দেখার কারণে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে। গত শুক্রবার ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

যার ফলে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে।

লা লিগায় নিষিদ্ধ হলেও আগামীকাল মায়োর্কার বিপক্ষে সুপার কাপের সেমিফাইনাল খেলতে কোনো বাধা নেই ভিনির। এমনটাই জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ম্যাচের ৭৬ মিনিটে সেই আঘাতের আগে অবশ্য পেছন থেকে ভিনির চুল ধরে টানেন দিমিত্রিয়েভস্কি। সেই উসমকানির পর আর মেজাজ ধরে রাখতে পারেননি ভিনি। লাল কার্ড দেখায় রেফারির কাছেও তেড়ে যান তিনি। সেই সময়ে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তার ওপর ১০ জন নিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল।

এদিকে লা লিগায় ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৫ জানুয়ারি রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ভিনি।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর