thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পুঁজিবাজার: সূচকের পতনে সপ্তাহ শুরু

২০২৫ জানুয়ারি ১২ ২১:৩২:৪০
পুঁজিবাজার: সূচকের পতনে সপ্তাহ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পথম কার্যদিবস রবিবার (১২ জানুয়ারি) সূচক পতনের মধ‌্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.২২ পয়েন্ট কমে ১ হাজার ৯০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির।

এদিন ডিএসইতে মোট ৩৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪.১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট বেড়ে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৩.৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৯টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

দিন শেষে সিএসইতে ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর