thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ১৭ ১৪:৪৬:২৬
এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।

এর আগে সকাল ৮টা থেকে তল্লাশি শেষে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

জানা গেছে, এবছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষে ভালো ফলাফলের প্রত্যাশা করেন তারা। এদিকে, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয় বরং কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। একইসঙ্গে সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলেও জানান তিনি।

এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর