thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রোহিত-কোহলিদের পাকিস্তানি আতিথেয়তার লোভ দেখালেন ফখর

২০২৫ জানুয়ারি ১৭ ১৪:৫৪:১০
রোহিত-কোহলিদের পাকিস্তানি আতিথেয়তার লোভ দেখালেন ফখর

দ্য রিপোর্ট ডেস্ক:সব ঠিক থাকলে হয়তো চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত-কোহলিদের দেখা যেত পাকিস্তানের মাটিতে। তবে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের আপত্তির মুখে সেটি সম্ভব হচ্ছে না। পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলবে ভারত। যা নিয়ে হতাশ পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামান। তবে রোহিত-কোহলিদের ভবিষ্যৎতে পাকিস্তানে টানতে আতিথেয়তার লোভ দেখিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মেডেল মেনে নিয়েছে পাকিস্তান। বিপরীতে আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারতে যাবে না পাকিস্তানের ক্রিকেট দল। যে কারণে ভারতের মাটিতে খেলা মিস করবেন বলে জানিয়েছেন ফখর জামান।

তিনি বলেন ,‘হ্যাঁ, আমরা অবশ্যই মিস করব (ভারতে খেলা)। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সময়টায় আমরা অনেক উপভোগ করেছি। সেখানে আমরা যে ধরনের সমর্থন এবং আতিথেয়তা পেয়েছি তাতে আমরা আনন্দিত। আমরা যখন প্রথমবার হায়দ্রাবাদে গিয়েছিলাম তখন স্থানীয়রা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। তারা সবাই আমাদের প্রতি তাদের ভালবাসা বিতরণ করেছে। কাজেই আমরা এসব মিস করব।’

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। যদিও সব ঠিক থাকলে এই ম্যাচটি হতো পাকিস্তানের মাটিতে। আর সেটি হলে ভারতীয় দলও পাকিস্তানিদের আতিথেয়তা পেতে পারত।

যা নিয়ে আক্ষেপ করে ফখর বলেন, ‘ভারত যদি পাকিস্তানে আসত, আমরা তাদের আরও বড় অভ্যর্থনা এবং আতিথেয়তা দিতাম। কিন্তু তারা আসছে না। কাজেই যা হওয়ার হয়েছে। তবে আমরা দুবাইতে তাদের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত।’

লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ফখর। তাই তিনি নিজে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও তিনি তেমনটি মনে করেন না। নিজেই জানিয়েছেন তিনি থাকছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে।

ফখর বলেন, ‘শতভাগ সত্যি আমি পাকিস্তানের হয়ে আবার খেলব। আসলে, অনেকেই এটা জানেন না আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অসুস্থ হয়ে পড়ি এবং চিকিৎসার কারণে আমি ফিট ছিলাম না, তাই আমি দলের সদস্য ছিলাম না। কিন্তু এখন আমি ১০০% ফিট। কাজেই আমাকে পাকিস্তানের পরবর্তী সাদা বলের সিরিজে দেখতে পাবেন।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর