thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

"রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ"

২০২৫ জানুয়ারি ১৭ ১৪:৫৮:০৫

দ্য রিপোর্ট ডেস্ক:ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। শুধু তাই নয়, সাইফকে ‘সত্যিকারের নায়ক’ বলে মন্তব্য করেছেন লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী ডা. নীরাজ উত্তমণি।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাইফকে সত্যিকারের ‘নায়ক’ বলার ব্যাখ্যা দিয়ে ডা. নীরাজ উত্তমণি বলেন, “সাইফ আলী খানকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন আমি প্রথম চিকিৎসক যে, তার সঙ্গে দেখা করি। তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল, সেই সময়ে ৬-৭ বছরের পুত্র তৈমুরের সঙ্গে সিংহের মতো হাঁটছিলেন সাইফ। সে সত্যিকার অর্থেই একজন নায়ক। সিনেমায় তো হিরোগিরি করাই যায়। কিন্তু ঘরের ভেতরে আক্রমণ হয়েছে, তখনো কি হিরোর অভিনয় করা যায়? কিন্তু সেই অবস্থা থেকে সে বেরিয়ে আসে।”

সাইফ আলী খানের শারীরিক অবস্থা বর্ণনা করে ডা. নীরাজ উত্তমণি বলেন, “সাইফ আলী খান এখন ভালো আছেন। আইসিইউ থেকে তাকে একটি সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত আমরা ভিজিটিরদের অনুমতি দেব না। কারণ তার বিশ্রাম প্রয়োজন।”

আজ সকালে হাসপাতালে গিয়েছেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান। হাসপাতালে সাইফের সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন।

বুধবার দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়। আজ সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। খুব শিগগির হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর