thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ফখরুলের বিশ্বাস, সরকার আগস্টের মধ্যে নির্বাচন করতে পারে

২০২৫ জানুয়ারি ২৩ ১২:০১:১১
ফখরুলের বিশ্বাস, সরকার আগস্টের মধ্যে নির্বাচন করতে পারে

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বাস করেনআগামীজুন-জুলাই বা আগস্টের মধ্যে সরকার চাইলে তারা নির্বাচন করতে পারে।

এই সময়ের মধ্যে বিএনপিনির্বাচন চায় কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা তো চাই আর্লি ইলেকশন।’’

আগামী নির্বাচন নিয়ে ভাবনা, সংস্কার প্রস্তাবেরপ্রতিক্রিয়াসহ আরো অনেক বিষয় নিয়ে বিএনপির বর্তমান অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল।

বিবিসিকে মির্জা ফখরুল বলেন, ‘‘আগেও বলেছি আমরা;যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং বিশ্বাস করি, আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে যেমন দেখেছি, তাতে করে এটা অসম্ভব কিছু নয়। এটা পসিবল, যদি গভর্নমেন্ট চায়, ইলেকশন তারা করবে জুন-জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে, তারা করতে পারে।’’

বিএনপি সুনির্দিষ্ট কোনো সময়ে নির্বাচন চায় কি না, জানতে চাইলে দলের মহাসচিব বলেন, ‘‘আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না এজন্য যে, তাতে তো লাভ হবে না। কারণ গভর্নমেন্টকেও চাইতে হবে। আলাদা পলিটিক্যাল পার্টিগুলোকেও চাইতে হবে, সবাই মিলে একসঙ্গে চাইতে হবে। তবে আমাদের দিক থেকে আমরা মনে করি, অসম্ভব কিছু নয়। খুবই সম্ভব এবং যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গল।’’

নির্বাচনটা বিএনপি যে সময়ে আশা করছে, সেই সময়ে না হলে কী পদক্ষেপ নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেক্ষেত্রে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন-আছেন, তাদের সঙ্গেও আমরা আলোচনা করব। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’’

সংস্কার কাজ শেষ করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করতে রাজি কি না, প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘পার্লামেন্ট ছাড়া সাংবিধানিক সংস্কার কঠিন হবে। সংবিধানে পরিবর্তন আনা পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেজন্যই তারা মনে করেন, দ্য সুনার দ্য ইলেকশন ইজ বেটার।’’

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে, এটাই সবার ধারণা- এ নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে। তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’’

এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। কেননা, এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি, ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছে। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে, তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। ওইটা হচ্ছে, সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে, (সরকারে) থেকেই তারা নির্বাচন করবে, তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।’’

সরকারের নিরপেক্ষতা এবং তাদের সঙ্গে সম্পর্কের প্রশ্ন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘এখন কোনো প্রশ্ন নেই। তাদের কাছে কোনো প্রশ্ন নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে সম্পর্কটা ছিল, তারা মনে করেন তা-ই আছে।’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশকিছু দাবি নিয়ে বিএনপির আপত্তি নিয়ে জানতে চাইলে দলের মহাসচিব বলেন, ‘‘আপত্তির কারণ খুব সঙ্গত। আমরা তো একটা সংবিধানের অধীনে আছি। রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের অধীনে আমরা আছি। এই সরকারও শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে।’’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর